
কুড়িগ্রাম প্রতিনিধি :
১৬ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মমিনুর রহমান ভোলা (ডালিম) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন। যৌবনের গুরুত্বপূর্ণ সময়টিকে আবারও নাগেশ্বরী পৌরবাসীর কল্যাণে ব্যয় করার জন্য তিনি নাগেশ্বরী ৬ নং ওয়ার্ডের মাঠে- ঘাটে, পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে সাক্ষাত করছেন।
চাচ্ছেন ভোটারদের মুল্যবান ভোট। ভোটারাও যুবক মমিনুর রহমান ভোলার (ডালিম) প্রতীকে ভোট দিয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। যুবক-যুবতী, নারী বয়োবৃদ্ধসহ সকল শ্রেণির ভোটারের প্রতিশ্রুতিতে মমিনুর রহমান ভোলা বিজয়ী হওয়ার প্রত্যাশা করছেন। ৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৭০০। এই ওয়ার্ডে মোট কাউন্সিলর প্রার্থী রয়েছে ৫ জন। এই ওয়ার্ডে প্রার্থী বেশি হওয়ায় ভোট সংখ্যা বিভক্ত হয়ে খুব সহজেইঅল্প ভোটে বিজয়ী হতে পারবেন এমনও হিসেব করছেন কাউন্সিলর প্রার্থী ভোলা।
মমিনুর রহমান ভোলা বলেন, আমি আমার যৌবনের শুরু থেকেই অনেকটা জনসেবায় নিজকে নিয়োজিত করি। জনগণ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে এর আগে কাউন্সিলর নির্বাচিত করেছেন। এবার ২০২১ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে আমি নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছি। সকল শ্রেণির ভোটারদের প্রতিশ্রুতিতে আমি এবারও বিপুল ভোটে কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখছি।মমিনুর রহমান ভোলা আরও বলেন, আমি নাগেশ্বরী পৌরবাসী তথা নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত হয়ে জীবনের মূল্যমান সময় ও যৌবণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও জনগণের সেবা করতে চাই।