
যৌবনের
প্রথম প্রেম
বসন্তে ফোটা
প্রথম ফুলের
মতো রৌদ্রময়
সে-কি চাইলেই
ভুলে থাকা যায়!
শিউলি ফুলের
মতো সেই প্রেম
হয়তো
রাত ফুরাতেই
ঝরে যায়।
স্মৃতির ভাঁজে ভাঁজে
রয়ে যায়।
সারাজীবন শুধু
তাড়িয়ে বেড়ায়।
ঊষারবাণী/এএইচ/২০২০
যৌবনের
প্রথম প্রেম
বসন্তে ফোটা
প্রথম ফুলের
মতো রৌদ্রময়
সে-কি চাইলেই
ভুলে থাকা যায়!
শিউলি ফুলের
মতো সেই প্রেম
হয়তো
রাত ফুরাতেই
ঝরে যায়।
স্মৃতির ভাঁজে ভাঁজে
রয়ে যায়।
সারাজীবন শুধু
তাড়িয়ে বেড়ায়।
ঊষারবাণী/এএইচ/২০২০