
আঙুলের ফাঁকে
অগ্নিশিখা
দহনে পুড়ে
ছাই হয়
প্রজাপির পাখা।
দরজা -জানালায়
বিদ্রোহী বাতাস
এসে
ঠায় দাঁড়ায়।
সভ্যতায় বিক্ষোভের
সঞ্চার হয়।
কত কত কাল
সইবো
এই
বেদনার ভার?
কারা ছড়ায়?
জীবনের চারপাশে
এত এত অন্ধকার।
আঙুলের ফাঁকে
অগ্নিশিখা
দহনে পুড়ে
ছাই হয়
প্রজাপির পাখা।
দরজা -জানালায়
বিদ্রোহী বাতাস
এসে
ঠায় দাঁড়ায়।
সভ্যতায় বিক্ষোভের
সঞ্চার হয়।
কত কত কাল
সইবো
এই
বেদনার ভার?
কারা ছড়ায়?
জীবনের চারপাশে
এত এত অন্ধকার।