
ঊষার বাণী : ১৩ ডিসেম্বর ২০২০
আসাদ উল্লাহ, ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় শুরু হয়েছে প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইন কার্যক্রম।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলামের উদ্যোগে শুরু এই কার্যক্রম। ডাঃ লিটনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনের শ্লোগান হচ্ছে- ‘ বিজয়ের মাসে ময়মনসিংহের পাশে’।
এই আয়োজনে মাসের প্রথম দিন থেকে মাসব্যাপী দুস্হ ও অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ দেয়া হবে। স্হানীয় মহল এরূপ উদ্যোগে খুবই খুশি। আয়োজকরাও বেশ উল্লসিত। তারা আগামীতে এরূপ কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। তারা মনে করেন- চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার প্রতিটি মানুষের জীবনে সহজ লভ্য হওয়া জরুরি।