
মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ মহানগরের ২৩ নং ওয়ার্ডে জহিরউদ্দিন উচ্চবিদ্যালয়ে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বিষয়ে আলোচনা শেষে প্রধান অতিথিকে নিয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং মহাননগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাব্বির ইউনুস (বাবু) স্কুলের আঙ্গিনায় বৃক্ষরোপণ করে এই কর্মসূচির সূত্রপাত করেন। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কদ্দুস, সাবেক সভাপতি ও বর্তমান সদস্য গোলাম মাওলা ও স্কুলের শিক্ষকবৃন্দসহ এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুব জুয়েল, শহীদ, সোহেল প্রমুখ।
ময়মনসিংহ অফিস