
ঊষার বাণী ডেস্ক : ১৯ জুন ২০২১
বৃষ্টির পানিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চলে। এতে করে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
শনিবার (১৯ জুন) ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২১ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করেই চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্ত্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে করে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
নগরীর হালিশহর এলাকার বাসিন্দা সামছুদ্দিন শামছু বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না।
ডিসি রোডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। কিন্তু সড়কে হাঁটু পরিমাণ পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হয়েছে।
মিজানুর রহমান নামে বেসরকারি চাকরিজীবী বলেন, সকালে অফিস থাকায় মুরাদপুর থেকে আগ্রাবাদে যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলাম। কিন্তু দুই নম্বর গেট এলাকায় পানির জন্য অটোরিকশা নষ্ট হয়ে যায়। পরে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা করে যেতে হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজকে সারাদিন। রোববার (২০ জুন) দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপরের পর থেকে আবহাওয়া কিছুটা ভালো হতে পারে।
ঊষার বাণী / জে এইচ / ১৯ জুন ২০২১