
ঊষার বাণী ডেস্ক : ২১ জুন ২০২১
বৃষ্টি এলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় জলাবদ্ধতায় মানুষ দুর্ভোগে রয়েছেন।
উত্তর বাড্ডার পূর্বাচল ৮ নং সড়কের বেহাল দশার কারণে রাস্তায় বের হলেই ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তের কারণে সড়কটিতে যান চলাচলের গতি থাকে সব সময়ই মন্থর, ঘটে দুর্ঘটনাও।
বৃষ্টির দিনে দুর্ভোগ চরম আকার ধারণ করে। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। আর পানি নামলেও অনেক জায়গায় কাঁদা জমে থাকে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
ওই এলাকার মুদি দোকানি আক্ষেপ করে বলেন, অল্প বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত পানি জমে যায়। দোকানেও পানি চলে আসে। পানি জমে থাকায় ব্যবসা করতেও সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে বৃষ্টি এলেই এলাকার বাসিন্দাদের গুনতে হয় বাড়তি রিকশা ভাড়া। নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হয় মানুষকে।
সড়কটিতে কাউকে কাউকে হাঁটুজলেই হাঁটতে দেখা গেছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী।
ঊষার বাণী / জে এইচ / ২১ জুন ২০২১