
ঊষার বাণী ডেস্ক : ২১ নভেম্বর ২০২১
মহান বিজয় দিবসকে সামনে রেখে তৈরি হলো বিশেষ এক দেশের গান। ‘লাল সবুজের ফেরিওয়ালা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীতায়োজনে শোভন রায়।
গানটিতে দিয়েছেন ১০ জন শিল্পী। তারা হলেন বেলাল খান, লুৎফর হাসান, পূজা, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম শাকিব, মাহাদী সুলতান, তাসমি, ঈষিকা, মাহদি সুলতান ও শোভন রায়।
গানটির শুটিং সম্পন্ন হয়েছে সোনারগাঁওয়ের পানাম নগরীতে। দিনব্যাপী শুটিং করেছেন শিল্পীরা। এই গান নিয়ে তাদের সকলেই উচ্ছ্বসিত। প্রোটিউন ভিডিও টিমের পরিচালনায় ভিডিওটি নির্মিত হয়েছে। ডিসেম্বরের প্রথম দিনেই গানটি প্রোটিউনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্টুডিও প্রোটিউন বিডি’তে উন্মুক্ত করা হবে।
ঊষার বাণী / জে এইচ / ২১ নভেম্বর ২০২১